ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১১ জানুয়ারি ২০২৬  
বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

ফাইল ফটো

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ গ্রামে মঞ্জু বেপারী (৫০) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয়।

আরো পড়ুন:

নিহত মঞ্জু পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, মঞ্জু যাত্রী নামিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা তার পথরোধ করে। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। গুরুত্বর আহত মঞ্জুকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, হাসপাতালে আনার আগেই মঞ্জুর মৃত্যু হয়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। পুরো বিষয়টি তদন্তাধীন। 

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়