ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:২৮, ১১ জানুয়ারি ২০২৬
খুলনায় মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

আব্দুল রাশেদ ওরফে পিকুল

খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় আব্দুল রাশেদ ওরফে পিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

শনিবার (১১ জানুয়ারি) মধ্যরাত ১টার দিকে তাকে হত্যা করা হয়। নিহত পিকুল একই এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে। 

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১টার দিকে উপজেলার বাগমারা এলাকার কদমতলা বালুর মাঠে পিকুলকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হয়ে পিকুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন স্থানীয়রা। সেখানেই তিনি মারা যান। 

রূপসা থানার ওসি (তদন্ত) মো. সবুর বলেন, “রাত ১টার দিকে কয়েকজন সন্ত্রাসী পিকুলকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এর মধ্যে দুইটি গুলি বুকে এবং একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। গুলির শব্দে এলাকাবাসী বের হয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পিকুলের মৃত্যু হয়। নিহতের বিরুদ্ধেও রূপসা থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়