ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমারখালীতে যুবককে কুপিয়ে জখম

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:০৬, ১১ জানুয়ারি ২০২৬
কুমারখালীতে যুবককে কুপিয়ে জখম

ফাইল ফটো

কুষ্টিয়ার কুমারখালীতে মামুন হোসেন (৩৭) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। 

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই বিল এলাকায় তার ওপর হামলা হয়।  

আরো পড়ুন:

আহত মামুন বুজরুক বাঁখই গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে ফেরেন। তিনি বিএনপির কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

আহত মামুনের বোন সুমি খাতুন ফোনে জানান, তার ভাই রাতে খাবার খেয়ে বুজরুক বাঁখই বিল এলাকায় যান। এ সময় ছয় থেকে সাতজন লোক ধারালো অস্ত্র দিয়ে ভাইকে কুপিয়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। কে বা কারা কেন তাকে কুপিয়েছে এখনো জানা যায়নি।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, মামুনের বুকে বড় আঘাত রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাদী বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে জানাতে পারব।”

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে ওই ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়