ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু বেঁচে আছে: পুলিশ 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:২৪, ১১ জানুয়ারি ২০২৬
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু বেঁচে আছে: পুলিশ 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনান (১২) এখনো বেঁচে আছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম শিশুটির বেঁচে থাকার তথ্য জানান। তিনি জানান, গুলিবিদ্ধ শিশুটি মারা যায়নি। গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।

আরো পড়ুন:

আহত শিশুর নাম আফনান (১২)। সে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের মেয়ে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে গুলিবিদ্ধ শিশুটি মারা গেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। 

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, সকাল পৌনে ১০টায় মিয়ানমারের রাখাইন রাজ্যের তোতারদ্বীপ এলাকায় আরাকান আর্মির সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এ সময় মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি এসে আফনান বিদ্ধ হয়।

ইনচার্জ খোকন কান্তি রুদ্র সকালে রাইজিংবিডি ডটকম-কে জানান, গুলিটি শিশু আফনানের কানে লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকেলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, “শিশুটি গুলিবিদ্ধ হয়েছে ঠিকই, তবে সে এখনো জীবিত। তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।”

এদিকে, শিশুটি নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা কক্সবাজার–টেকনাফ প্রধান সড়কের লম্বাবিল ও তেচ্ছিবিজ্র এলাকায় সড়ক অবরোধ করে। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

ঢাকা/তারেকুর/এস/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়