ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কালের কণ্ঠে’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ১০ জানুয়ারি ২০২৬  
‘কালের কণ্ঠে’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা

দৈনিক ‘কালের কণ্ঠে’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কালের কণ্ঠের কার্যালয়ে কেক কেটে এবং প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলী এবং সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মাসুদুর রহমান।

ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন, অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার মো. আরজু হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

‘আংশিক নয়, পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি যাত্রা শুরু করে কালের কণ্ঠ।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়