ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রাম খাদ্য গুদামের ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাও

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:২৩, ১১ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রাম খাদ্য গুদামের ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাও

কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১১ জানুয়ারি) জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় দিনভর জেলা খাদ্য গুদামের ৮টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল ঘাটতি পেয়েছে দুদক।

দুদক সূত্র জানায়, কৃষকের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং ধান চাল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ পায় দুদক। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সাবদারুর ইসলাম বলেন, ধান ও চাল ঘাটতি পাওয়ায় গোডাউন সিলগালা করা হয়েছে। ঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্য গুদামের কর্মকর্তা কোনো সদুত্তর দিতে না পারায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, খাবার অনুপযোগী চালও পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জেলা খাদ্য গুদাম কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঢাকা/সৈকত/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়