মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কিউবার প্রেসিডেন্ট করার ইঙ্গিত ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবান অভিবাসী বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার পরবর্তী নেতা হবেন বলে ইঙ্গিত দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি লেখা রবিবার পুনরায় পোস্ট করে তিনি এই ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প ৮ জানুয়ারি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক্স ব্যবহারকারী ক্লিফ স্মিথের একটি বার্তা রবিবার পুনরায় প্রকাশ করেছেন। সেখানে লেখা ছিল, “মার্কো রুবিও কিউবার প্রেসিডেন্ট হবেন।”
ট্রাম্প তার পুনঃপোস্টে মন্তব্য করেছেন ,“আমার কাছে ভালো লাগছে!”
ট্রাম্পের পুনঃপোস্টটি কারাকাসে রাতারাতি এক অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার এক সপ্তাহ পরে এলো।
কিউবার কমিউনিস্ট সরকার এখনো ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া জানায়নি।
কিন্তু ট্রাম্পের পোস্টের কিছুক্ষণ পরেই কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ জোর দিয়ে বলেন, “সত্য ও ন্যায়বিচার কিউবার পক্ষে।”
তিনি লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র “নিয়ন্ত্রণের বাইরে থাকা আধিপত্যবাদী অপরাধীর মতো আচরণ করে যা কেবল কিউবা এবং এই গোলার্ধে নয়, বরং সমগ্র বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।”
ঢাকা/শাহেদ