আন্দোলনকারী নেতাদের গ্রেপ্তার করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
দুই সপ্তাহ ধরে দেশকে কাঁপিয়ে দেওয়া বিক্ষোভ আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। রবিবার ইরানের জাতীয় পুলিশ প্রধান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ প্রধান আহমেদ-রেজা রাদান রবিবার রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, “গত রাতে,দাঙ্গার নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে আল্লাহর ইচ্ছায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি দেওয়া হবে।”
ইরানের অ্যাটর্নি জেনারেল এর আগে জানিয়েছিলেন, প্রতিবাদকারীদের মধ্যে যারা ধরা পড়েছে, এমনকি বিক্ষোভকারীদের সাহায্য করছে, তাদের ‘আল্লাহর শত্রু’ বলে অভিযুক্ত করা যেতে পারে - যার শাস্তি মৃত্যুদণ্ড।
গত মাসের শেষের দিকে দেশের মুদ্রার আকস্মিক দর পতনের ফলে ইরানে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল। তবে বিক্ষোভকারীরা দ্রুত তাদের অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়েছিল এবং সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছিল।
ইরানের সরকার এর আগেও বড় ধরনের বিক্ষোভ আন্দোলনকে প্রতিহত করেছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, বর্তমান অস্থিরতার কারণ অর্থনৈতিক সংকট এবং ইসরায়েলের সাথে গ্রীষ্মকালীন যুদ্ধের পর সরকার দুর্বল হয়ে পড়েছে।
ঢাকা/শাহেদ