ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:১৪, ১১ জানুয়ারি ২০২৬
ইরানে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত

ইরানে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর শতাধিক কর্মী নিহত হয়েছে। রবিবার আধা সরকারি বার্তা সংস্থাা তাসনিম এ তথ্য জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরের শেষের দিকে অর্থনৈতিক অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়। চলতি সপ্তাহে দেশটির প্রায় প্রত্যেকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। 

আরো পড়ুন:

রাষ্ট্রীয় টেলিভিশন রবিবার জানিয়েছে, ইসফাহান প্রদেশে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর ৩০ জন সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে আইন প্রয়োগকারী কমান্ড স্পেশাল ইউনিটের কমান্ডার জানিয়েছেন যে ৮ এবং ৯ জানুয়ারি বিভিন্ন শহরে দাঙ্গা দমনের অভিযানের সময়  নিরাপত্তা বাহিনী আটজন সদস্য নিহত হয়েছে। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম রবিবার জানিয়েছে,দেশজুড়ে বিক্ষোভে ১০৯ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

এদিকে, ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার সময় তাদের দলের একজন সদস্য নিহত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘দাঙ্গা’ ধীরে ধীরে কমে আসছে। তবে অ্যাটর্নি জেনারেল সতর্ক করে দিয়ে জানিয়েছেন, অস্থিরতার সাথে জড়িতদের মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া লাগতে পারে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়