টঙ্গীবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেলের ধাক্কায় ফজল শেখ (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফজল শেখ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের রামসিং এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজল শেখ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আহত হন তিনি। টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ি থানার ওসি মো. মনিরুল হক ডাবলু বলেন, এ ঘটনায় মোটরসাইকেল চালক আবদুল্লাহকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা/রতন/রাজীব