প্রাথমিকে শিক্ষক নিয়োগ: পরীক্ষায় অনিয়মে ২ জন গ্রেপ্তার
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার অমৃত মন্ডল।
মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের একজন আনসার সদস্য এবং অপরজন গৃহিণী। শনিবার (১০ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার পৃথক পরীক্ষা কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ দিন শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা কালকিনি উপজেলার জুরগাঁও গ্রামের অবিনাশ মন্ডলের ছেলে অমৃত মন্ডল এবং সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকার আরিফুল ইসলামের স্ত্রী লাভলী বেগম। অমৃত মন্ডল বর্তমানে আনসার সদস্য হিসেবে রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় কর্মরত।
পরীক্ষাকেন্দ্রে তাদের আটক করে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
ওসি আবুল কালাম আজাদ বলেন, “নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।”
ঢাকা/বেলাল/বকুল