আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
আজ ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের ৮ জানুয়ারি ভোরবেলা পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান শেখ মুজিবুর রহমান। সেখান থেকে প্রথমে লন্ডন তারপর দিল্লি হয়ে দেশে ফেরেন ১০ জানুয়ারি।
১৯৭১ সালের ২৫ মার্চ ক্র্যাকডাউনের রাতে গ্রেফতার হওয়ার পর থেকেই কারাবন্দি অবস্থায় ছিলেন বঙ্গবন্ধু। তার বিরুদ্ধে আনা ১২ অভিযোগের ছয়টিরই শাস্তি ছিল মৃত্যুদণ্ড। মুক্তিযুদ্ধ চলাকালে শেখ মুজিব পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে প্রহর গুনছিলেন।
একাত্তরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। এরপর আন্তর্জাতিক চাপের ফলে পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুকে সম্মানে মুক্তি দিতে বাধ্য হয়।
ঢাকা/লিপি