বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় আব্দুল মোমিন নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়ন পরিষদের পাশে ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল মোমিন একই ইউনিয়নের মাটি হাঁস এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কাহালু থানার ওসি গোলাম মোস্তফা বলেন, মোমিন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে এবং লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে, ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঢাকা/এনাম/রাজীব