ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে কোস্ট গার্ডের গুলিতে এক ডাকাত নিহত, আটক ১৯

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ১১ জানুয়ারি ২০২৬  
কক্সবাজারে কোস্ট গার্ডের গুলিতে এক ডাকাত নিহত, আটক ১৯

কক্সবাজার শহরের কলাতলী সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে বোট দুটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করলে একটি বোট পালিয়ে যায়। অপর বোট থেকে কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মো. আনিস (৪০) গুলিবিদ্ধ হন। পরে প্রায় এক ঘণ্টা ধাওয়া করে বোটটি আটক করা হয়।

সিয়াম-উল-হক বলেন, আটক বোটে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৯ ডাকাতকে আটক করা হয়। আহত আনিসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। জব্দকৃত আলামতসহ আটক ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়