ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জ-৩ আসনে মহিউদ্দিন আহমেদের মনোনয়নপত্র বৈধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ১১ জানুয়ারি ২০২৬  
মুন্সীগঞ্জ-৩ আসনে মহিউদ্দিন আহমেদের মনোনয়নপত্র বৈধ

মো. মহিউদ্দিন

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। 

শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় ইসি কার্যালয়ে আপিল শুনানি শেষে রবিবার (১১ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে আর কোনো বাধা রইলো না বিএনপির এই নেতার। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দেন। পরে যাচাই-বাছাইয়ে মো. মহিউদ্দিনসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের তালিকা ও  প্রয়োজনীয় তথ্যে অসঙ্গতি থাকায় তাঁর মনোনয়ন বাতিল করেন মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এছাড়াও মো. মহিউদ্দিন একটি ঋণের জামিনদার হওয়ায় সেটি নিয়েও জটিলতা তৈরি হয়। এ নিয়ে নির্বাচন কমিশনার বরাবর একটি অভিযোগও করা হয়।

মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর মো. মহিউদ্দিন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। শনিবার আপিলের শুনানি শেষে রবিবার রায়ের দিন নির্ধারণ করা হয়। 

মনোনয়ন বৈধতা পাওয়ার পর থেকে দলীয় একাংশ ও মো. মহিউদ্দিনের সমর্কদের মধ্যে উচ্ছাস দেখা যায়। 

শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহিন মিয়া বলেন, দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে মহিউদ্দিনের পরিবার জেলায় বিএনপিকে সুসংগঠিত রেখেছে। মহিউদ্দিনের বড় ভাই জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাইয়ের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছেন তাঁরা। আবদুল হাই অসুস্থ হওয়ার পর মহিউদ্দিন তাঁর ভাইয়ের মতো দলের সব কার্যকর্মে নেতৃত্ব দিয়ে চালিয়ে নিয়ে গেছেন। যে কোনো বিপদে-আপদে তাকে পাশে পেয়েছেন দলীয় লোকজন। তাই মহিউদ্দিন যে প্রতীকে নির্বাচন করবেন, সে প্রতীকের পক্ষে কাজ করবেন বলে জানান তিনি ও তার সমর্থকরা।

মো. মহিউদ্দিন বলেন, ‘‘এ আসনের জনগণ আমাকে চায়। নেতা-কর্মীরাও আমাকে চায়। সবার চাওয়ার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। প্রাথমিকভাবে দল একজনকে মনোনয়ন দিলেও চূড়ান্ত মনোনয়ন আমাকে দেওয়ার কথা রয়েছে। আমি এখনো আশা করি, আমাদের চেয়ারম্যান আমাকে মনোনয়ন দেবেন।’’  

তিনি আরো বলেন, ‘‘শেষ পর্যন্ত যদি দল থেকে মনোনয়ন না পাই, সে ক্ষেত্রে জনগণ ও আমার আসনের নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নেবে, আমি সেটাই করবো।’’

ঢাকা/রতন/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়