মুন্সীগঞ্জে ইয়াবা তৈরীর সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জামসহ গ্রেপ্তার ফিরোজ (মাঝে)
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে মাদক ও ইয়াবা তৈরীর সরঞ্জামসহ ফিরোজ (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ বেতকা গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফিরোজ ঢাকার বাসাবো এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার যুবকের কাছ থেকে ৮০০ পিছ ইয়াবা, ২৫ গ্রাম আইস জব্দ করা হয়। পাশাপাশি তার কাছে ইয়াবা তৈরীর মেশিন ও বিপুল পরিমাণ এই মাদক তৈরীর ক্যামিকেল পাওয়া গেছে।
পুলিশ সূত্র জানায়, ১০ বছর ঢাকায় অবস্থান করে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক কারবার করতেন ফিরোজ। ঢাকায় তার বিরুদ্ধে কিছু মাদক মামলা রয়েছে। প্রায় ৫ বছর ধরে টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণ বেতকা গ্রামের একটি বাসায় অবস্থান করে ইয়াবা কারবার করতে থাকেন তিনি।
গত ৭ মাস আগে ফিরোজ হংকং যান। সেখান থেকে ইয়াবা তৈরীর মেশিন নিয়ে ফেরেন। পরে ওই বাড়িতে মেশিন দিয়ে ইয়াবা তৈরী করে তা দেশের বিভিন্ন স্থানে সরবারহ করেছিলেন। কুরিয়ার সার্ভিসহ বিভিন্ন মাধ্যমে বিদেশ থেকে তার কাছে ক্যামিক্যাল আসতো।
টঙ্গিবাড়ী থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম বলেন, “গ্রেপ্তার ফিরোজের বাড়ি ঢাকার বাসাবো এলাকায়। ৫ বছর ধরে তিনি দক্ষিণ বেতকায় অবস্থান করছিলেন। এর মধ্যে হংকং যান। জিজ্ঞাসাবাদে ফিরোজ জানিয়েছেন, ইয়াবা তৈরীর মেশিন এবং ক্যামিকেল বিদেশ থেকে আনা হয়েছে।”
তিনি আরো বলেন, “জিজ্ঞাসাবাদ ফিরোজ আরো জানিয়েছেন, তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মাদক মামলা রয়েছে। তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রতন/মাসুদ