ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে একটি ভ্যানের সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালের দিকে যাওয়া একটি কাভার্ড ভ্যান ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন এবং আরো একজন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী মিঠু দর্জি জানান, কাভার্ড ভ্যানটি ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তৎক্ষণাৎ নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/বেলাল/এস