সিলেটে অস্ত্রসহ বিএনপি নেতা আটক
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিককে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে সেনা সদস্যদের একটি দল। সকালে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
সংবাদমাধ্যমকে এ জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, সেনাবাহিনীর একটি দল বিএনপি নেতা মানিককে আটক করেছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো বক্তব্য বা বিবৃতি দেয়নি বিএনপি। দলের জেলা ও জাতীয় পর্যায়ের দুজন নেতা জানিয়েছেন, তারা এ বিষয়ে অবগত আছেন এবং বিস্তারিত খোঁজ নিচ্ছেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ বলেছেন, “বিষয়টি অবগত হয়েছি। আমরা বিস্তারিত খোঁজ করে দেখছি, বিষয়টি কী?”
বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, “আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আটকের বিষয়ে জেনেছি, কিন্তু বিস্তারিত জানা নেই। আমি খোঁজ করে দেখছি।”
ঢাকা/রাহাত/রফিক