ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিবর্তন ও সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: রিজওয়ানা হাসান

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:২২, ১৫ জানুয়ারি ২০২৬
পরিবর্তন ও সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: রিজওয়ানা হাসান

কথা বলছেন সৈয়দা রিজওয়ানা হাসান।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবর্তন ও সংস্কার চাইলে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই সরকারের প্রত্যাশা। সরকারের অবস্থান এ বিষয়ে একেবারেই স্পষ্ট বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন:

রিজওয়ানা হাসান বলেন, ‘‘সরকার জনগণকে জানাচ্ছে ‘হ্যাঁ’ ভোট দিলে তারা কী কী সুবিধা পাবেন। একই সঙ্গে ‘না’ ভোট দিলে কী কী থেকে বঞ্চিত হবেন, সেটিও পরিষ্কারভাবে তুলে ধরা হচ্ছে। কেউ যদি ‘না’ ভোটের পক্ষে প্রচার করতে চায়, সেটি সংশ্লিষ্ট দলের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।’’

তথ্য উপদেষ্টা বলেন, ‘‘নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো অনিশ্চয়তার সুযোগ নেই। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে কখনো নির্বাচন নিয়ে, কখনো আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এসব অপপ্রচার মানুষকে দ্বিধায় ফেলার একটি কৌশল মাত্র।’’

‘‘বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। বিভ্রান্তিমূলক প্রচারণা ছড়িয়ে কোনো লাভ হবে না। জনগণ নিজেদের নেতা নির্বাচন এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য সাধারণ নির্বাচন ও গণভোট উভয় প্রক্রিয়াতেই অংশ নেবে।’’ 

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘‘অভিযোগ আসতেই পারে এটা অস্বাভাবিক নয়। কেউ যদি মনে করেন, তার এলাকায় কোনো অনিয়ম বা ব্যত্যয় ঘটছে, তাহলে তিনি নির্বাচন কমিশনকে জানাতে পারেন। নির্বাচন কমিশনের আইনেই এ ধরনের অভিযোগের প্রতিকার দেওয়ার স্পষ্ট বিধান রয়েছে।’’

‘‘দেশের তিনশ আসনে একই ধরনের অভিযোগ নেই। একটি বা দুটি এলাকায় কোনো সমস্যা হলে নির্বাচন কমিশন সমাধান করবে। অভিযোগ জানানো সত্ত্বেও যদি প্রতিকার না পাওয়া যায়, তখন সেটি আলোচনার বিষয় হতে পারে,’’ বলেন তিনি। 

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়