ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনটিআরসি নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের কথা শুনলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ১৫ জানুয়ারি ২০২৬  
এনটিআরসি নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের কথা শুনলেন তারেক রহমান

শিক্ষকদের দাবির কথা শুনছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

এনটিআরসি কর্তৃক নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের দাবির কথা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তিনি তাদের সঙ্গে কথা বলেন।

আরো পড়ুন:

কার্যালয়ে প্রবেশের সময় গাড়ি থেকে নেমে তারেক রহমান আগে থেকেই রাস্তায় দাঁড়িয়ে থাকা নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের দিকে এগিয়ে যান। তারপর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। এ সময় শিক্ষকেরা তাদের দাবির কথা তুলে ধরেন। 

তারেক রহমান বলেন, “আমরা এখন সরকারে নেই। তবে ভবিষ্যতে সরকারে আসতে পারলে আপনাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। আপনারা ধৈর্য ধরুন। আপনাদের দাবিগুলো আমাদের জানা থাকল।”

নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা এনটিআরসি নিবন্ধনের পর দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়াসহ বিভিন্ন দাবির কথা তারেক রহমানের কাছে তুলে ধরেন। তারা জানান, বারবার নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা ও বিলম্বের কারণে তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এ সময় উপস্থিত শিক্ষকরা তারেক রহমানের আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন। ঘটনাস্থলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

ঢাকা/আলী// 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়