ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ১৫ জানুয়ারি ২০২৬  
ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে উপজেলার পাগলা থানাধীন মশাখালী রেলওয়ে স্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস মশাখালী রেলওয়ে স্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

‘‘ট্রেনটি কিছু দূর যাওয়ার পর চালক বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে ট্রেনটি পুশব্যাক করে বিচ্ছিন্ন বগিটি পুনরায় জোড়া লাগানো হয়। বিকেল সোয়া ৫টার দিকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।’’- যোগ করেন তিনি।

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়