ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপিএলের দ্বিতীয় ম্যাচও হচ্ছে না

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:১০, ১৫ জানুয়ারি ২০২৬
বিপিএলের দ্বিতীয় ম্যাচও হচ্ছে না

ক্রিকেটাররা বয়কটের সিদ্ধান্তে অনড়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচও হচ্ছে না। সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মুখোমুখি হওয়ার কথা।

কিন্তু ম্যাচের কোনো আয়োজনই নেই। স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলেনি। তোলা হয়নি উইকেটের কাভার। সন্ধ্যা সাড়ে ৫টায় টস হওয়ার কথা থাকলেও, তা হয়নি। সবচেয়ে বড় বিষয়, দুই দলের ক্রিকেটাররা এখনো হোটেলে। খেলা বয়কট করায় তারা হোটেলেই অলস সময় কাটাচ্ছেন।

আরো পড়ুন:

এর আগে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা পর্বের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু ক্রিকেটাররা ম্যাচ বর্জন করায় সেই ম্যাচও বাতিল হয়েছে।

গতকাল বিসিবির পরিচালক এম নাজমুলের পদত্যাগের দাবিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ম‌্যাচ বয়কটের ডাক দেয়।

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলা বিসিবি পরিচালক নাজমুল গতকাল ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। যেখানে শুধু ক্রিকেটারদের তিনি ছোটই করেননি বরং তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। পারফরম্যান্স নিয়ে করেছেন কটূক্তি।

বিসিবির তিন পরিচালক গতকাল গভীর রাতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

যেখানে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহানসহ একাধিক ক্রিকেটার উপস্থিত ছিলেন। বিসিবির পক্ষ থেকে পরিচালক ইফতেখার রহমান মিঠু, শাহনিয়ান তানিম ও ফায়াজুর রহমান মিতু উপস্থিত ছিলেন।

বিসিবির পরিচালকরা রাতে ক্রিকেটারদের বোঝাতে চেয়েছিলেন। অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাকে শোকজ করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। কিন্তু ক্রিকেটাররা একাট্টা, কোনোভাবেই তাকে রাখা যাবে না বোর্ডে। পরিচালক পদত্যাগ করলেই তারা মাঠে নামবেন।

এদিকে, অভিযুক্ত নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। বিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়