উত্তরায় অগ্নিকাণ্ড
পাশাপাশি কবরে দাফন করা হলো স্বামী-স্ত্রী ও সন্তানকে
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একই পরিবারের তিনজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার চিওড়া কাজী বাড়ি প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়।
নিহতরা হলেন- কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০) ও তাদের ছেলে কাজী ফায়াজ রিশান (৩)।
এর আগে, গত রাতে ঢাকা থেকে মরদেহগুলো কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়ে আনা হয়। পরে দারোগা বাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে তিনজনের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছায়। এ সময় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যসহ স্বজনরা।
পারিবারিক সূত্র জানায়, কাজী ফজলে রাব্বী ছিলেন কাজী খোরশেদ আলম ও ফেরদৌস আরা বেগমের একমাত্র সন্তান। ছেলে, পুত্রবধূ ও নাতিকে একসঙ্গে হারিয়ে পরিবারটি শোকে ভেঙে পড়েছে।
আফরোজার ফুফাতো ভাই কাজী শহীদ জানান, দুই মাস আগে ফজলে রাব্বি স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়িতে এসেছিল। আজ পাশাপাশি কবরে স্বামী-স্ত্রী ও সন্তানের দাফন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এ ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে।
ঢাকা/রুবেল/রাজীব