ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা, ইন্টার্নদের কর্মবিরতি

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৫২, ১৭ জানুয়ারি ২০২৬
ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা, ইন্টার্নদের কর্মবিরতি

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। 

শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।

আরো পড়ুন:

শুক্রবার রাত ১১টার দিকে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। হাতাহাতি থেকে তা একপর্যায়ে হামলায় রূপ নেয়। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর রোগী ও তাদের স্বজনদের অন্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ।

শনিবার রাতেই এক বিবৃতিতে ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, মধ্যরাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের (এমবিবিএস ৫৭ ব্যাচ) ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। একটি চিকিৎসা প্রতিষ্ঠানে, বিশেষ করে একজন নারী চিকিৎসকের ওপর এ ধরনের হামলা আমাদের জন্য চরম লজ্জাজনক ও উদ্বেগজনক। এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে হাসপাতালগুলোতে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এ হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির বলেছেন, পরিস্থিতি এখন শান্ত আছে। বিশৃঙ্খলা করা রোগী ও তার স্বজনদের অন্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। 

তবে, নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন ওসি।

ঢাকা/রাহাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়