সুনামগঞ্জ-১ ও ২ আসনে ধানের শীষ পেলেন কামরুল ও নাছির
সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কামরুজ্জামান কামরুল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ জেলার দুটি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নাছির উদ্দীন চৌধুরীকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দিয়ে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছে বিএনপি।
রবিবার (১৮ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়।
চিঠিতে নির্বাচন কমিশনের বিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী দুই আসনের জন্য দলীয় চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনে মো. নাছির উদ্দীন চৌধুরীকে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর জন্য দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়। এ মনোনয়ন ২৪ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে পাঠানো পূর্ববর্তী পত্রের আলোকে চূড়ান্ত করা হয়েছে।
অন্যদিকে, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুলকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়। চিঠিটির অনুলিপি রবিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কামরুজ্জামান কামরুল চিঠির সত্যতা নিশ্চিত করে জানান, “দলের শীর্ষ নেতৃত্ব তার ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি সুনামগঞ্জ-১ আসনের মানুষের অধিকার আদায় ও উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
দলীয় নেতাকর্মীদের মতে, এই ঘোষণার মাধ্যমে সুনামগঞ্জ জেলার দুই আসনে বিএনপির প্রার্থী নিয়ে চলমান সব জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটল।
ঢাকা/মনোয়ার/মাসুদ