ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ল্যাম্পপোস্টে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ১৯ জানুয়ারি ২০২৬  
ল্যাম্পপোস্টে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবক নিহত

ময়মনসিংহ নগরীতে ল্যাস্পপোস্টের বাল্ব চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক নিহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর জিলাস্কুল হোস্টেল মাঠে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যুর তথ্য জানান। 

আরো পড়ুন:

নিহতরা হলেন, নগরীর মাদ্রাসা কোয়াটার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭)। তিনি পেশায় মাছ বিক্রেতা। অপরজনের নাম রাকিব মিয়া। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর জিলাস্কুল হোস্টেল মাঠের পরিত্যক্ত টিন শেডের পিছনে বাল্ব চুরি করতে ল্যাম্পপোস্টে ওঠে রাকিব। পাইপ কাটার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে ঝলসে যায়। হৃদয় বিষয়টি দেখতে পেয়ে রাকিবকে বাঁচাতে যায়। এতে তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 

ঢাকা/মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়