ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে বিদেশি পিস্তল ও অর্ধলাখ ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ২০ জানুয়ারি ২০২৬  
টেকনাফে বিদেশি পিস্তল ও অর্ধলাখ ইয়াবাসহ গ্রেপ্তার ১

মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার মো. রফিক (মাঝে)।

কক্সবাজারের টেকনাফে অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. রফিক ওরফে বার্মাইয়া রফিক (৪৫) হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও নৌবাহিনীর একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রফিককে একটি বস্তাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামত টেকনাফ থানা পুলিশ জব্দ করে। গ্রেপ্তার রফিকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি, মাদক আইনে তিনটি এবং একটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়