ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ২১ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ২৩ জানুয়ারি ২০২৬  
ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ২১ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে শিশুসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাঘাডাঙ্গা, কুমিল্লা পাড়া, খোসালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশকালে ২১ বাংলাদেশিকে আটক করেছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ৭ জন নারী এবং ৬ জন শিশু। তারা ঝিনাইদহ, মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, রাজাপুর ও কুমিল্লা পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯০ বোতল সিরাপ, স্বর্ণালঙ্কার ও প্রসাধন সামগ্রী জব্দ করা হয়েছে। 

ঢাকা/সোহাগ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়