ঢাকা     শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চেয়ারে বসা নিয়ে বিএনপি-যুবদলের সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ২৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৪৮, ২৩ জানুয়ারি ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির নির্বাচনি সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে। অষ্টগ্রাম থানার ওসি সোয়েব খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনি সভা চলছিল। তবে, অসুস্থতাজনিত কারণে ফজলুর রহমান সভায় উপস্থিত থাকতে পারেননি। তার অনুপস্থিতিতে সভার কার্যক্রমের শেষ পর্যায়ে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল জনসভাস্থলে পৌঁছায়। এ সময় চেয়ারে বসা নিয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে যুবদল নেতা মাহবুব আলম কিসমতসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/রুমন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়