ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গ্রামীণফোনের নতুন নির্বাহী বিবেক সুদ

অর্থনীতি ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৯ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রামীণফোনের নতুন নির্বাহী বিবেক সুদ

রাইজিংবিডি২৪.কম,ঢাকা:

গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে নিয়োগ পেয়েছেন ভারতীয় নাগরিক বিবেক সুদ, যিনি ভারতের মোবাইল অপারেটর ইউনিনরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিবেক সুদ আগামী ৭ জানুয়ারি বর্তমান সিইও টোরে জনসেনের স্থলাভিষিক্ত হবেন।

গ্রামীণ ফোনের পরিচালনা পর্ষদ বুধবার এই নিয়োগের সিদ্ধান্ত নেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন বোর্ড এর চেয়ারম্যান সিগভে ব্রেক্কে বলেন, “পর্ষদ বিবেক সুদকে গ্রামীণফোনের নতুন সিইও হিসেবে নিয়োগ দিতে পেরে আনন্দিত। বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক মোবাইল ফোনের বাজারে তার অভিজ্ঞতা বাংলাদেশের নেতৃস্থানীয় মোবাইল অপারেটর হিসেবে গ্রামীণফোনের অবস্থান আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

গ্রাফীণফোনের অষ্টম প্রধান নির্বাহী সুদ হবেন এই পদে প্রথম ব্যক্তি যিনি নরওয়ের নাগরিক নন। নরওয়েজীয় কোম্পানি টেলিনর সাড়ে চার কোটিরও বেশি গ্রাহকের অপারেটর গ্রামীণফোনের ৫৫ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক।

ভারতের ইউনিনরেও প্রধান মালিকানা টেলিনরের। এ কোম্পানিতে তাদের শেয়ারের পরিমাণ ৬৭ দশমিক ২৫ শতাংশ। ভারতের বিশাল বাজারে ইউনিনরের গ্রাহক সংখ্যা ৪ কোটি ২০ লাখ।

৪৭ বছর বয়সী বিবেক সুদ ইউনিনর ছাড়াও টাটা এআইজি লাইফ ইন্সুরেন্স, হাচিসন টেলিকম, টুপারওয়্যার ইন্ডিয়া ও হিন্দুস্থান লিভারের (ইউনিলিভার) বিভিন্ন পদে কাজ করেছেন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যে স্নাতক সুদ পরে ভারতের ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস থেকেও ডিগ্রি নেন।

গ্রামীণফোনে নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার পুরো কর্মজীবনে আমি সবসময় ব্যবসা গড়ে তোলার প্রবল আগ্রহ ও উৎসাহের মাধ্যমে পরিচালিত হয়েছি। তাই বাংলাদেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।”

দায়িত্ব নিয়ে গ্রাহক ও বাংলাদেশের সাধারণ মানুষকে আরো বেশি সেবা দেয়ার জন্য গ্রামীণফোনকে তৈরি করার চেষ্টা করবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী পদে ২০১১ সালের মার্চ থেকে দায়িত্ব পালন করে আসছিলেন নরওয়ের নাগরিক টোরে জনসেন। অবসরের বয়সে (৬৫) পৌঁছে গেলেও তাকে টেলিনর গ্রুপের এশিয়া অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে।

টোরে জনসেনকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রামীণফোনে কাজ করার সময় আমি দক্ষ ব্যবস্থাপনা পর্ষদ ও প্রতিভাবান কর্মীদের সহায়তা পেয়েছি। আমরা সবাই মিলে গ্রামীণফোনকে একটি গ্রাহককেন্দ্রিক কোম্পানি হিসাবে গড়ে তুলেছি, যা এখন ভবিষ্যত প্রবৃদ্ধির জন্য প্রস্তুত। আমি বিবেকের সাফল্য কামনা করছি।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়