ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৬ দিন ধরে অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ বাকৃবি ছাত্রশিবিরের

বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫  
১৬ দিন ধরে অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ বাকৃবি ছাত্রশিবিরের

ফাইল ফটো

গত ৩১ আগস্ট বহিরাগতদের হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। দীর্ঘ ১৬ দিন ধরে চলমান অচলাবস্থা ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাকৃবি শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাকৃবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনুস বিন হোসাইন খান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। 

আরো পড়ুন:

যৌথ বিবৃতিতে সংগঠনটির শাখা সভাপতি আবু নাছির ত্বহা ও সেক্রেটারি  আব্দুল্লাহ আল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবিকে কেন্দ্র করে আন্দোলন-পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা অত্যন্ত দুঃখজনক।

তারা বলেন, শিক্ষকদের দীর্ঘ সময় আটকে রাখা এবং শিক্ষার্থীদের ওপর বহিরাগত হামলা– উভয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশের জন্য আশঙ্কাজনক। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে উপস্থাপন করা যেমন প্রয়োজন, তেমনি বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও দায়িত্ব শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। একইসঙ্গে ক্যাম্পাসে বহিরাগত অনুপ্রবেশ নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্বও।

শিবির নেতারা আশা প্রকাশ করে বলেন, আলোচনার মাধ্যমে এ সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান বের হবে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্যাম্পাস এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

ঢাকা/লিখন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়