ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকসুর গঠনতন্ত্রে বড় দুই পরিবর্তন

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ২১:৩৯, ২৮ আগস্ট ২০২৫
চাকসুর গঠনতন্ত্রে বড় দুই পরিবর্তন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সংশোধিত গঠনতন্ত্রে বড় দুটি পরিবর্তন আনা হয়েছে। এ পরিবর্তন অনুযায়ী, দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদটি নারী-পুরুষ (ছাত্র-ছাত্রী) উভয়ের জন্য প্রযোজ্য হবে। অন্যটি, এমফিল-পিএইচডি শিক্ষার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বাদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় তথ্যটি জানিয়েছেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। 

আরো পড়ুন:

তিনি বলেন, “পুনঃসংশোধিত গঠনতন্ত্রে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদটি ছাত্র-ছাত্রী উভয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া এমফিল-পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বাদ দেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “তবে এমফিল-পিএইচডি প্রোগ্রামের কোনো অছাত্রকে চাকসুতে সুযোগ দেওয়া হবে না। খুব দ্রুতই এ পরিবর্তন দুটি অফিশিয়ালি জানানো হবে।”

ড. মনির বলেন, “চাকসু নির্বাচনের দিন এবং পরবর্তী দুইদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। চাকসু ভবনের জন্য বড় একটি বাজেট হয়েছে। খুব দ্রত ভবনের সংস্কারের কাজ শুরু হবে।”

পূর্বের সংশোধিত গঠনতন্ত্রে দপ্তর ও সহ-দপ্তর পদটি শুধু পুরুষদের (ছাত্র) জন্য নির্ধারিত ছিল। এবং এমফিল-পিএইচডি শিক্ষার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ করা হয়েছিল। পরবর্তীতে এ দুই বিষয়ে আপত্তি ও ক্ষোভ জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়