ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্থানীয়দের হামলা: ৪ দিনেও চবি শিক্ষার্থী সায়েমের জ্ঞান ফেরেনি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ৩ সেপ্টেম্বর ২০২৫  
স্থানীয়দের হামলা: ৪ দিনেও চবি শিক্ষার্থী সায়েমের জ্ঞান ফেরেনি

স্থানীয়দের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মতিয়াজ আহমেদ সায়েমের শারীরিক অবস্থা চারদিনেও উন্নতি হয়নি। তাকে চারদিন ধরে চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এদিকে, তার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বুধবার বিকেলে মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

হাসপাতালের আইসিইউর সামনে অবস্থানরত সায়েমের ভাই আসাদুজ্জামান সজীব বলেন, “গত চারদিন ধরে সায়েম লাইফ সাপোর্টে রয়েছে। তার কোনো উন্নতির খবর চিকিৎসকরা দিতে পারছেন না। আজ বিকেলে বিভিন্ন বিভাগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি উচ্চতর মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।”

পার্কভিউ হাসপাতালের স্পেশালাইজড ইউনিটের ইনচার্জ ডা. সিরাজুল মোস্তফা জানান, সায়েমের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

গত রবিবার দুপুরে জোবরা গ্রামের স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা ধারালো অস্ত্র দিয়ে ইমতিয়াজ আহমেদ সায়েমকে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পর থেকেই তার অবস্থা আশঙ্কাজনক। চারদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র।

ঢাকা/রেজাউল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়