ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবির শাটলে দুই বহিরাগতের অন্তরঙ্গ মুহূর্ত

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ৪ সেপ্টেম্বর ২০২৫  
চবির শাটলে দুই বহিরাগতের অন্তরঙ্গ মুহূর্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে এক স্কুলছাত্রীর সঙ্গে যুবকের অন্তরঙ্গ হতে দেখা গেছে। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের বহিরাগত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম বটতলী রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী সাড়ে ৩টার শাটলে তাদের এ অবস্থায় দেখা যায়।

আরো পড়ুন:

দেখা গেছে, এই প্রেমিকযুগল বটতলী স্টেশন থেকে উঠে সিটে পাশাপাশি বসেন। এরপর তারা দরজার পাশে অন্তরঙ্গ হন। এ সময় মেয়েটির পরনে স্কুলের ইউনিফর্ম ছিল। যুবকটি মধ্য বয়সি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে নিশ্চিত হওয়া গেছে। শাটল ট্রেনটি ফতেয়াবাদ স্টেশনে পৌঁছালে তারা নেমে পড়েন।

বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. আমিন বলেন, “শাটল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, বহিরাগতদের জন্য নয়। আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের জন্য মাত্র দুটি শাটল এমনিতেই অপর্যাপ্ত, তার উপর বহিরাগতদের চাপ।”

তিনি বলেন, “শাটলের মতো পাবলিক প্লেসে এমন অন্তরঙ্গতা খুবই নিন্দনীয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে শাটলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলায় কঠোর হতে হবে।”

এ নিয়ে  বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলী বলেন, “শাটল অপ্রীতিকর কিছু ঘটলে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। বহিরাগতদের এমন কিছু ঘটে থাকলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিম বা রেলওয়ে পুলিশকে অবগত করলে ফোর্স পাঠিয়ে তাদের আটক করা হত।”

তিনি বলেন, “শাটলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে আমরা কাজ করছি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদেরও ভূমিকা রাখা প্রয়োজন।”

এ বিষয় ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল কাশেম বলেন, “এ ধরনের ঘটনাসহ শাটলের সার্বিক নিরাপত্তায় আমাদের টিম কাজ করে। তবে মাঝে মধ্যে তা সম্ভব হয়ে উঠে না। কেউ আমাদের অবগত করলে আমরা টিম পাঠিয়ে তাদের আটক করতাম।।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়