চাকসু: ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।
তিনি বলেন, “আজ (মঙ্গলবার) মোট নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চাকসুর চারজন এবং হল সংসদের পাঁচজন। তারা সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।”
এদিকে, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন হলেও এটি বুধবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। আগ্রহী প্রার্থীরা কালও মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
মঙ্গলবার দুপুর ২টায় চাকসু নির্বাচন কমিশনের সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নেওয়া বাকি সিদ্ধান্তগুলো হলো- ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবারসহ) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস যথারীতি চলবে। নির্বাচনের পরদিন (১৬ অক্টোবর) ক্লাস বন্ধ থাকবে।
ঢাকা/মিজান/মেহেদী