ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকসু নির্বাচন: ২০ মনোনয়নপত্র প্রত্যাহার, বাতিল ৪

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫  
চাকসু নির্বাচন: ২০ মনোনয়নপত্র প্রত্যাহার, বাতিল ৪

ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে, চাকসুতে ১১ ও হল সংসদে ৯ প্রার্থী।

এছাড়া, তথ্যগত ভুল থাকায় চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

আরো পড়ুন:

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছে- সহ সভাপতি (ভিপি), যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক;   সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদগুলোতে একজন করে মোট সাতজন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে দুইজন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে দুইজনসহ চাকসুতে মোট ১১ জন প্রার্থী।

এছাড়া, হল সংসদে আলাওল হল থেকে সহ-সভাপতি (ভিপি), শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস), অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে নির্বাহী সদস্য, বিজয়-২৪ হলে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে সমাজ, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক, শহীদ ফরহাদ হোসেন হলে ভিপি; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, শাহজালাল হলে এজিএস, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদগুলোতে একজন করে মোট নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, “মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে আমাদের কাছে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া, তথ্যগত ভুল থাকায় চারজন প্রার্থীর চূড়ান্ত মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”

তিনি বলেন, “গতকাল ও আজ (২৩ ও ২৪ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এরপর থেকে আর কোনো প্রার্থীর মনোনয়ন ফরম প্রত্যাহারের সুযোগ নেই।”

তিনি আরো বলেন, “প্রার্থীদের ডোপ টেস্টের চূড়ান্ত ফলাফল এখনো আমাদের কাছে আসেনি। কাল বা পরশু আসতে পারে। আপাতত আমাদের কাছে পজিটিভ ফলাফলের তথ্য আসেনি। এরপরেও যদি কারো পজিটিভ আসে, তাহলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাদের প্রার্থীতা বাতিল করা হবে।”

আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চাকসুর ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়