ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকসু: ভোট গণনা ২ ধাপে, প্রতি কেন্দ্রে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ১২ অক্টোবর ২০২৫   আপডেট: ২০:৩০, ১২ অক্টোবর ২০২৫
চাকসু: ভোট গণনা ২ ধাপে, প্রতি কেন্দ্রে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

নির্বাচনকে অধিক স্বচ্ছ ও সুষ্ঠু করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দুই ধাপে ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া, প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন বলে জানা গেছে। 

রবিবার (১২ অক্টোবর) দুপুর ৪টায় চাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

আরো পড়ুন:

তিনি বলেন, “চাকসু নির্বাচনের ভোট গণনা হবে দুই ধাপে। একটা হলো বাহির থেকে আসা ভেন্ডর ম্যাশিনের মাধ্যমে, অন্যটা আইসিটি সেলের প্রোগ্রামারের মাধ্যমে। যতক্ষণ পর্যন্ত দুটির গণনা না মিলবে, ততক্ষণ ফলাফল ঘোষণা করা হবে না। এছাড়া, প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। অধিক স্বচ্ছতার জন্য আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরো বলেন, “রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন অনুষদের ডিনরা। প্রায় ক্ষেত্রে বিভাগের চেয়ারম্যানরা প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন। প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। কেন্দ্রের বাহিরে থেকে এটি দৃশ্যমান থাকবে। সার্বক্ষণিক ইন্টারনেটের ব্যবস্থা থাকবে, ফলে সিসি ক্যামেরা কখনো বন্ধ হবে না। প্রতিটি কেন্দ্রের ভোট গণনা শেষে চাকসুর ফলাফল ঘোষণা করা কবে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে।”

অধ্যাপক মনির উদ্দিন বলেন, “নির্বাচনের দিন শহরে থাকা শিক্ষার্থীদের যাতায়াতকে সহজ করতে শাটল ট্রেনের অতিরিক্ত দুটি শিডিউল বাড়ানো হয়েছে। এছাড়া, বেশ কয়েকটি বাস গাড়ির ব্যবস্থা করা হবে, যাতে তারা সহজে বিশ্ববিদ্যালয়ে এসে ভোট প্রদান করতে পারে।”

এছাড়া সভায় ১৪ অক্টোবর থেকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নির্বাচনের দিন সার্বিক পরিস্থিতির কথা জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “একটি অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য যা যা করা দরকার, আমরা সবই করার চেষ্টা করছি। শিক্ষার্থীরাও খুব ভালো সাড়া দিচ্ছেন। তাদের মাঝে চমৎকার সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়