ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন: অর্থ ও খাবার বিতরণ করলেই ব্যবস্থা

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ২১ আগস্ট ২০২৫  
ডাকসু নির্বাচন: অর্থ ও খাবার বিতরণ করলেই ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রচারণায় কঠোর বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি জানান, বৃহস্পতিবার থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী কিংবা তাদের সমর্থকরা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একইসঙ্গে কোনো ধরনের উপঢৌকন বিলি-বণ্টন, খাবার-দাবার আপ্যায়ন, আর্থিক সহযোগিতা কিংবা অনুরূপ কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

এ ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, কোনো প্রার্থী কিংবা তার পক্ষে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিলসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের শাস্তিও পেতে পারেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়