ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন: বন্ধ থাকা ই-লাইব্রেরি চালুর দাবি সাদিক কায়েমের

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ২৫ আগস্ট ২০২৫  
ডাকসু নির্বাচন: বন্ধ থাকা ই-লাইব্রেরি চালুর দাবি সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস অনুষদের শিক্ষার্থীদের গত ৩ বছর ধরে বন্ধ হওয়া আধুনিক ই-লাইব্রেরি পুনরায় চালু করার দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েম।

রবিবার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

আরো পড়ুন:

পোস্টে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার। অনুষদের ৬০০০ শিক্ষার্থীর একমাত্র আধুনিক লাইব্রেরিটি গত ৩ বছর ধরে কথিত সংস্কারের নামে বন্ধ করে রাখা হয়েছে।”

সাদিক কায়েম লেখেন, “জুলাই গেলো, নতুন ভিসি-প্রোভিসি-ডিন আসলো, এফবিএস শিক্ষার্থীদের লাইব্রেরি সমস্যার কার্যকর কোনো সমাধান হলো না। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জেনেছি, তারা বিভিন্ন সময়, বিশেষ করে পরীক্ষার সময় কমনরুম, ক্যাফেটেরিয়া, সিড়িতে বসে পড়তে বাধ্য হন। ডিন ও কর্মকর্তাদের অব্যবস্থাপনাকে দায়ী করছেন শিক্ষার্থীরা।”

দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা স্পষ্ট ভাষায় দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এফবিএস ই-লাইব্রেরিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সংস্কার কাজ সম্পন্ন করে পুনরায় চালু করতে হবে। একই সাথে ই-লাইব্রেরিকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে পরিচালনার উপযুক্ত অবকাঠামো, প্রযুক্তি এবং দক্ষ ও আন্তরিক জনবল নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রত্যেকটি ফ্যাকাল্টিতেই ই-লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে এবং ছাত্রদের জন্য এর এক্সেসিবিলিটি সহজলভ্য করতে হবে।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়