ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:২৯, ২ সেপ্টেম্বর ২০২৫
নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে ‘বিতর্কিত’ পোস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং নারী শিক্ষার্থীদের নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হয়ে মিছিল শুরু করেন। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

আরো পড়ুন:

এ সময় তারা ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন’; ‘আলী হুসেনের ছাত্রত্ব, বাতিল করো করতে হবে’; ‘নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

ছাত্রদলের রোকেয়া হলের আহ্বায়ক শ্রাবণী আক্তার বলেছেন, “রাজনীতিতে, সামাজিক কার্যকলাপে আমাদের কম অংশগ্রহণের পেছনে আমাদের ভাইয়েরা দায়ী। ডাকসুর মতো একটি নির্বাচনে মাত্র ৩০ শতাংশ নারী অংশগ্রহণ করছে। সেটি কেন?” তিনি নারীদের নিরাপত্তার ব্যবস্থা করতে সবার প্রতি আহ্বান জানান।

শামসুন্নাহার হল ছাত্রদলের আহ্বায়ক বিথী হাসান বলেন, “আমরা যখন কোনো বিষয়ে প্রতিবাদ করি, তখন আমাদের হেনস্তা করা হয়। আমাদের নিয়ে সাইবার বুলিং করা হয়। আমাদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়। একটা নির্দিষ্ট গোষ্ঠী আমাদের সব সময় আটকে রাখতে চায়।”

ঢাকা/সৌরভ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়