ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের কাছে নেতৃত্ব বিকেন্দ্রীকরণের আহ্বান জবি ছাত্রদল নেতার

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫
তারেক রহমানের কাছে নেতৃত্ব বিকেন্দ্রীকরণের আহ্বান জবি ছাত্রদল নেতার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বকে কুক্ষিগত না করে সারাদেশের যোগ্য তরুণদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সোলায়মান খান সাগর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ট্যাগ করে দেওয়া এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি।

আরো পড়ুন:

পোস্টে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি একটি আবেগের নাম। কৈশোরের কত শত লালায়িত স্বপ্নের বুনন, যৌবনের সকল স্বাদ আহ্লাদকে ম্লান করে দেওয়া যায় এই সংগঠনটির আবেগে মত্ত হয়ে। প্রাপ্তবয়স্ক একটি ছেলে তার বৃদ্ধ পিতাকে একটু বিশ্রাম দেওয়ার পরিবর্তে তার দুশ্চিন্তা, উদ্বিন্নতা বাড়িয়ে দেয় সেই ছাত্রদলের কর্মী ছেলেটি। নিজের সম্ভাবনাময়ী ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে একটি ছেলে ছাত্রদলের আদর্শকে আঁকড়ে ধরে।”

তিনি আরো বলেন, “ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে সারাদেশে লক্ষাধিক নেতাকর্মী সক্রিয়ভাবে দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিজের সর্বস্ব ত্যাগ করেছেন। এমন একটি সংগঠন সারাদেশে যার এত বিস্তৃতি রয়েছে, প্লিজ এমন একটি সংগঠনকে কুক্ষিগত করবেন না। সংগঠনের নেতৃত্বকে কুক্ষিগত করার অর্থই সংগঠনকেও কুক্ষিগত করা। নেতৃত্ব দেওয়ার গুণাবলি যার মধ্যে রয়েছে, যার ডেডিকেশন রয়েছে অনেক বেশি, যার যেকোনো পরিস্থিতি সামলানোর মত বুদ্ধিমত্তা রয়েছে, সাধারণ যাকে ধারণ করে- এগুলোই হোক নেতৃত্ব বাছাইয়ের মাপকাঠি। যোগ্যতাকে প্রাতিষ্ঠানিক মাপকাঠিতে দেখবেন না, যোগ্যতার মাপকাঠি হোক কেবল এবং কেবল যোগ্যতা।”

বাংলাদেশের ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি সমালোচনা রয়েছে—ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রায়ই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রিক। এ নিয়ে তিনি পোস্টে বলেন, “হ্যাঁ, নির্দিষ্ট কোন বিশ্ববিদ্যালয় থেকে মূল নেতৃত্ব আনা হোক, আমি সেটির পক্ষেও না।যোগ্যতার বিচারে যিনি এগিয়ে থাকবেন, তিনি যেকোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থী হতে পারেন। আমার অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মান রয়েছে। তার মানে অন্য কেউ ইতিহাসের অংশ হতে পারবেন না, এটি একটি উচ্চমার্গীয় বৈষম্য।”

“আমি ব্যাক্তিগতভাবে মনে করি, সারাদেশের অন্যান্য যেসকল বিশ্ববিদ্যালয় ও কলেজ রয়েছে, নেতৃত্বের এই বিকাশের ক্ষেত্রে তাদের যখন প্রতিদ্বন্দ্বিতা করারই সুযোগ নেই, তখন বর্তমান প্রজন্মের অসংখ্য তরুণ মেধাবী নেতৃত্বের অধিকারী অনেক শিক্ষার্থীরই ছাত্র রাজনীতি বিমুখতা বাড়াবে। একজন তরুণ শিক্ষার্থী যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, তার মধ্যে এই রাজনীতি বিমুখতা তৈরি হবে। মোদ্দাকথা, ছেলেটি তার রাজনৈতিক জীবন শুরু করার আগে থেকেই যখন যে এই তত্ত্বটা বুঝে যাবে যে, দলের জন্য যাই করুক বা নিজেকে যতই যোগ্য করে তুলুক ছাত্রদলের শীর্ষপদে কখনোই আসীন হতে পারবে না, তখন এই ছাত্র রাজনীতিতে সেই শিক্ষার্থীটি নিরুৎসাহিত হবে। সুতরাং এভাবে ছাত্রদল একটি বড় অংশকে হারাবে হয়তো তারা ভিন্ন সংগঠনের প্রতিও আনুগত্য হবে,” -যুক্ত করেন সাগর।

শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় হাইকমান্ডের উদ্দেশে আকুল আবেদন জানিয়ে সাগর বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব বিকেন্দ্রীকরণ করে একটি শক্তিশালী ছাত্রদল গড়ার লক্ষ্যে দলের হাইকমান্ডের কাছে আমাদের আকুল আবেদন। আপনারা দয়া করে ছাত্রদলকে আরো বেশি সুসংগঠিত করুন, আরো বেশি শক্তিশালী করুন। বর্তমান ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করতে পারে এমন বুদ্ধিদীপ্ত সংগঠককে খুঁজে বের করুন। নির্দিষ্ট প্রতিষ্ঠানের গন্ডিতে ছাত্রদলের ভবিষ্যত ঠেলে দিবেন না।”

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়