ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িকতায় জবিতে মহালয়া উৎসব

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ২১ সেপ্টেম্বর ২০২৫  
ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িকতায় জবিতে মহালয়া উৎসব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মহালয়া উপলক্ষে আয়োজিত বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। যেখানে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবার এক আন্তরিক ভ্রাতৃত্বের দেখা মেলে, যা অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

রবিবার (২১ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। দেবী দুর্গার আগমনী বার্তা ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ আনন্দের একটি দিন।

আরো পড়ুন:

প্রথা অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দিনভর চলে ধর্মীয় আচার ও সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহালয়ার মূল কর্মসূচি শেষ হয়।

তবে এবারের আয়োজনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল প্রসাদ বিতরণের সময় এক মুসলিম ছাত্রনেতার ভিন্নধর্মী উদ্যোগ।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান কমিটির আহ্বায়ক সদস্য আবু বকর খান শুধু প্রসাদ বিতরণেই সহায়তা করেননি, সনাতনী শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন পানির বোতলও। 

শিক্ষার্থীরা জানান, তর এই ছোট্ট প্রয়াস উৎসবের আবহকে ভিন্ন মাত্রা দিয়েছে এবং অসাম্প্রদায়িক চেতনার বাস্তব রূপ দেখিয়েছে।

আয়োজক কমিটি জানায়, মহালয়া শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের বার্তা বহন করে। এবারের আয়োজনের মাধ্যমে সেই বার্তা আরো জোরালোভাবে প্রতিফলিত হয়েছে, যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ভিন্ন মাত্রার অসাম্প্রদায়িক চেতনাকে তুলে ধরেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থী হৃদয় দাস বলেন, “অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভাইয়েরা যেভাবে আমাদের উৎসবে সহযোগিতা ও অংশগ্রহণ করেছে, তা সত্যিই এবারের দুর্গাপূজার চমক। আগে আমরা সংখ্যালঘু হওয়ার কারণে ভয়ের মধ্যে থাকতাম, কিন্তু এবারের অভিজ্ঞতা সেই ভয়কে শক্তিতে রূপ দিয়েছে।”

আবু বকর খান বলেন, “সামাজিক সাম্য, মর্যাদা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদ্ধপরিকর। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম পরিচয়ের চেয়ে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়তে চাই। সনাতনীরা আমাদের ভাই, ভাইয়ের উৎসবে সহযোগিতা করা আমাদের কর্তব্য। এটিই শহীদ জিয়ার আদর্শ।”

জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রাখা আবু বকর খান সম্প্রতি বিভিন্ন অসাম্প্রদায়িক কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসে প্রশংসা কুড়িয়েছেন।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়