জাকসু নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন ও নারী প্রার্থীদের হেনস্তার প্রতিবাদে স্মারকলিপি
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে আচরণবিধি লঙ্ঘন করে ক্যাম্পাসে পোস্টারিং ও নারী প্রার্থীদের অনলাইনে আক্রমণাত্মক ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে।
এমন অভিযোগ তুলে শাখা ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টায় সংগঠনটির প্রতিনিধিরা জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম অধ্যাপক রাশিদুল আলমের নিকট এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা বলেন, নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে ক্যাম্পাসে ব্যানার প্রদর্শন, বিভিন্ন হলে পোস্টারিং, বহিরাগতদের সমাগম ঘটানো হচ্ছে। একইসঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অসম্মানজনক মন্তব্য ও বুলিংয়ের ঘটনাও ঘটছে।
এ বিষয়ে ‘সমন্বিত শিক্ষার্থী জোটের’ জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, “ক্যাম্পাসে জাকসু নির্বাচনের সুস্থ আমেজে অনেকের দুরভিসন্ধিমূলক আচরণ পরিলক্ষিত হচ্ছে। তারা মীমাংসিত কিছু বিষয়কে সামনে এনে নির্বাচনী পরিবেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যের ব্যাপারে আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি। একইসঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ক্যাম্পাসে পোস্টারিংয়ের ব্যাপার প্রশাসন আমলে নেবে বলে আশা করছি।”
তিনি আরো বলেন, “অনলাইন মাধ্যমে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের নারী প্রার্থীকে আক্রমণাত্মক ও অসম্মানজনক মন্তব্য করছে দেখতে পাচ্ছি। এ ব্যাপারে আমরা প্রশাসনের প্র্যাক্টিক্যাল ভূমিকা দেখতে চাই।”
ঢাকা/আহসান/মেহেদী