ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে: শিক্ষার্থী ঐক্য ফোরাম

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৭ সেপ্টেম্বর ২০২৫  
জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে: শিক্ষার্থী ঐক্য ফোরাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিয়োগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেল।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য–২৪ এর পাদদেশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

এ সময় ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, “আমাদের ভোটার তালিকায় অনেক অসংগতি ছিল, এখনো অনেক অসংগতি রয়েছে। ৫৬ জন শিক্ষার্থীর নাম দুই হলের ভোটার তালিকায় এসেছে। জাল ভোটের সুযোগ তৈরি করে দিয়েছে এই প্রশাসন।”

তিনি বলেন, “আচরণবিধিতে স্পষ্ট উল্লেখ আছে, কোনো শিক্ষক, কর্মকর্তা নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা নিয়মিত তাদের একটি দলের প্রার্থীদের প্রচারণা করে যাচ্ছে। আমরা একাধিকবার অভিযোগ করেও কোনো ধরনের সুরাহা পাইনি। আমাদের মনে হচ্ছে, এই নির্বাচন কমিশন আমাদের কাছ থেকে শুনতে চায়, আমরা নির্বাচন চাই না। তবে আমরা বলতে চাই, আমরা যেকোনো মূল্যে ১১ সেপ্টেম্বর জাকসু চাই।”

তিনি আরো বলেন, “এখন পর্যন্ত নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। আমরা চাই, নির্বাচন কমিশন সব ধরনের অভিযোগ আমলে নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে। যদি এই নির্বাচন কমিশন ও প্রশাসন জাকসু নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়, তাহলে তাদের এই বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকার কোন ভিত্তি নেই।”

গত ২৯ আগস্ট প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। সেদিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থিতা প্রত্যাহার ফরম জমা নেয় নির্বাচন কমিশন। এছাড়া চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আটদিন পর ছাত্র ইউনিয়ন সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করেছে। এ ধরনের ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়