ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাকসু: স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা ছাত্রদল নেত্রীর, পরে প্রত্যাহার 

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৫৫, ৯ সেপ্টেম্বর ২০২৫
জাকসু: স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা ছাত্রদল নেত্রীর, পরে প্রত্যাহার 

জাবি ছাত্রদল নেত্রী সৈয়দা অনন্যা ফারিয়া

ছাত্রদলের অভ্যন্তরীণ গ্রুপিং, লেজুড়বৃত্তি ও স্বজনপ্রীতির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দেন শাখা ছাত্রদল নেত্রী সৈয়দা অনন্যা ফারিয়া।

এবার নির্বাচনের দুইদিন আগে তিনি নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। 

জানা যায়, অনন্যা ফারিয়া জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি গত ২৮ আগস্ট ছাত্রদলের প্যানেলে অবমূল্যায়নের অভিযোগ এনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করেন। পরবর্তীতে তাকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বলা হলেও তিনি তা করেননি।

সংবাদ সম্মেলনে অনন্যা ফারিয়া বলেন, “সম্মিলিত ঐক্যের স্বার্থে আমি সতন্ত্র প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছি।”

এদিকে শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা, বিএনপির নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি কয়েকজন শিক্ষক অনন্যাকে চাপ ও বিভিন্ন প্রলোভন দেখান। এছাড়া ছাত্রদলের জিএস পদে মনোনয়নপ্রাপ্ত তানজিলা হোসাইন বৈশাখীর ভোট বৃদ্ধি করার জন্য তাকে নির্বাচন থেকে সরে দিয়েছেন।

তবে অনন্যা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি চাপের কাছে নতিস্বীকার করার মতো কোনো ব্যক্তি নয়। আমি আমার নৈতিকতার জায়গা থেকে যা ঠিক মনে হয়, সেটাই করেছি।”

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, অনন্যা জাবি ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের সঙ্গে সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড় সংলগ্ন অন্ধকারাচ্ছন্ন জায়গায় বসে কথা বলছেন। 

জিএস প্রার্থীতা থেকে অনন্যা ফারিয়ার সরে আসার পেছনে দলের পক্ষ থেকে পারভেজ মল্লিকের প্রলোভন কিংবা আশ্বাস রয়েছে বলে মনে করছেন অনেক প্রার্থী।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, “এ ধরনের কিছু আমার মনে পড়ছে না এবং এমন কিছু হয়নি।”

প্যানেল‌ ঘোষণার পর গত ২৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে অভ্যন্তরীণ গ্রুপিং, লেজুড়বৃত্তি ও স্বজনপ্রীতির কারণে জাবি শাখা ছাত্রদল শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে- এমন অভিযোগ তুলে জাকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দেন অনন্যা ফারিয়া।

সংবাদ সম্মেলনে অনন্যা ফারিয়ার দাবি করেন, শাখা ছাত্রদলের পক্ষ থেকে তাকে সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত তা রক্ষা করা হয়নি। এ কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

এছাড়া একই দিনে তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, “জাহাঙ্গীরনগর ও জুলাইয়ের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে, সংঘবদ্ধ প্রতারণা ও দলকে জিম্মি করার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করছি। তাই আসন্ন জাকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র দাঁড়াচ্ছি।”

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়