ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাকসু নির্বাচন

প্রীতিলতা হলে ৪ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৮০টি

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৫৫, ১১ সেপ্টেম্বর ২০২৫
প্রীতিলতা হলে ৪ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৮০টি

প্রীতিলতা হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন চলছে। তবে, যে ধরনের নির্বাচনী আমেজ বা উৎসবের প্রত্যাশা ছিল, প্রথম চার ঘণ্টায় তা খুব একটা দেখা যায়নি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রাীতিলতা হলে সকাল ১টা পর্যন্ত ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৮০টি। 

আরো পড়ুন:

কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা  জানিয়েছেন, প্রীতিলতা হল কেন্দ্রে মোট ভোটার ৩৯৯ জন। প্রথম চার ঘণ্টায় ৮০টি ভোট পড়েছে।

তিনি বলেছেন, মোটামুটি ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। শুরুতে বিদ্যুৎ বিভ্রাট ও বৃষ্টির কারণে ভোট গ্রহণে কিছুটা সমস্যা হয়েছে। তবে, এখন সবকিছু ঠিক আছে। ভোটারদের উপস্থিতি ভালো। বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি আরো বাড়বে বলে আশা করছি।

ঢাকা/সাব্বির/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়