জাকসু নির্বাচন: ভোট গণনা শুরু হয়নি এখনো
সাভার (ঢাকা) প্রতিনিধি ও জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাকসু নির্বাচন কমিশন কার্যালয় স্থাপন করা হয়েছে সিনেট ভবনে। ভোটগ্রহণের পর সিলগালা করা ব্যালট বাক্স সেখানে আনা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিকাল ৫টায় শেষ হলেও এখনো শুরু হয়নি গণনা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার পর নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রের সিলগালা করা ব্যালট বাক্স সিনেট ভবনে না পৌছানোর কারণে ভোট গণনা শুরু হতে বিলম্ব হচ্ছে।
এ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হয়। লাইনে থাকা ভোটাররা ৫টার পরও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
অবশ্য দুপুর থেকে বিভিন্ন অভিযোগ সামনে আনতে থাকেন পৃথক প্যানেলের প্রার্থীরা। ভোট শেষ হওয়ার আগে অন্তত পাঁচটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে পুননির্বাচনের দাবি জানান। তারা নির্বাচন কমিশন বাতিলেরও দাবি তুলেছেন।
জাবির ২১টি হলে গ্রহণ করা ভোটের সিলগালা ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের সিনেট আনার পর সেখানে গণনা শেষে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক রাশিদুল আলম। এই ঘোষণা আগে থেকেই ছিল।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের ভোটকেন্দ্রের ব্যালট বক্সগুলো সিনেট হলে আনা হচ্ছে। সিনেট হলেই ভোট গণনা শুরু হবে এবং সেটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হবে। এখানেই ফল ঘোষণা করা হবে।”
জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.ক. এম রাশেদুল আলম বলেন, “এখনো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ব্যালট বাক্স আমাদের কাছে পৌছায়নি। সব ব্যালট বাক্স পৌঁছানোর পর যখন আমরা গণনা শুরু করবো। কিছু ভোট কাস্ট হওয়ার পর বলতে পারবো চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে আনুমানিক কতক্ষণ সময় লাগবে।”
ঢাকা/আহসান/সাব্বির/মেহেদী/রাসেল