ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবিতে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর কমিটি ঘোষণা

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৩ জুন ২০২১  
জবিতে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর কমিটি ঘোষণা

চলমান কোপা আমেরিকা ও আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ব্রাজিল সমর্থকগোষ্ঠীর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৩ জুন) ১৩তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হাসান উদয়কে সভাপতি ও একই ব্যাচের রাসেল পারভেজ রনিকে সাধারণ সম্পাদক করে এই কমিটি দেওয়া হয়।

আরো পড়ুন:

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ১৩তম ব্যাচের শিক্ষার্থী সুবর্ণ আসসাইফ, ফাহিম আহম্মেদ, অর্পন সাহা, রাকিব রহমান, তুর্য দেব নাথ, তাসবীন মাহমুদ, সেতু রায় ও তামান্না হক জেমী।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন ১৩তম ব্যাচের আশিকুর রহমান, রায়হান শ্রাবণ, রাকিবুল হৃদয়, ফুটন্ত চাকমা, জুলিয়া পপি, সোহানা আক্তার ও তাহা সালমান।

সাংগঠনিক সম্পাদক ১৪তম ব্যাচের মেহেরাবুল ইসলাম সৌদিপ, অমিত পাল, কৌশিক সাহা, তোহানুল হক তোহা, নাঈম আহম্মেদ। প্রচার সম্পাদক শাহাদাত হোসেন মেহেদী, উপ – প্রচার সম্পাদক আল–রাফি সাকিব, দপ্তর সম্পাদক আবির, ব্রাজিল ফুটবল ইতিহাস সম্পাদক এস এম নাদিম, ছাত্রী সাপোর্টার সমন্বয়ক ফাউজিয়া আফিয়া জিনিয়া, চোরা কারবারি অনুসন্ধান সম্পাদক আসাদুজ্জামন সিফাত, প্রতি পক্ষের চাপাদমন বিষয়ক সম্পাদক তানিম এইচ নাবিল, নারীভক্ত নিয়ন্ত্রক সম্পাদক রিফাত চৌধুরী সজল, মেসি একা কি করবে বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল, মেসির হাতে কাপ বিষয়ক সম্পাদক তানিসা রহমান, রেফারীর দোষ বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, প্রতিপক্ষের কান্না থামানো ও টিস্যু বিতরণ সম্পাদক মাসিয়াত ইবনাত, অনুপ্রবেশকারীর প্রতিরোধ সম্পাদক ইখতিয়ার হোসেন।

উপদেষ্টামন্ডলী ১০ম ব্যাচের তাহমিদ সুজা, তোফায়েল আহমেদ তুষার, আল–নাফিস, সাইফুল ইসলাম, রাজিব চৌধুরী, মেহেদী হাসান রুদ্র, ফাইজা।

পরামর্শদাতা প্যানেলে আছেন শেখ রাকিবুল হাসান রবিন, আর এস জারিফ, মেহেদী হাসান অভি, সাইদুল ইসলাম রাব্বি, সবুজ হাসান নিরব।

সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মাহবুবুর রহমান পারভেজ, রাতুল শাহরিয়ার খান, রহিমুল ইসলাম সিহাব, শাহরিয়ার সৈকত, মো. জুয়েল, নাঈমুর রহমান, আহম্মেদ রিমন, মো. রায়হান।

সৌদিপ/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়