ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নিলো কুবির ইংরেজি বিভাগ

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০২১  
অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নিলো কুবির ইংরেজি বিভাগ

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন আটকে থাকা ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একটি কোর্সের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত চতুর্থ সেমিস্টারের ২২৫ নং কোর্সের ওই পরীক্ষাটি অনলাইনে নেওয়া হয়। পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অংশ নিয়েছেন।

আরো পড়ুন:

এসময় পরীক্ষকের দায়িত্ব পালন করেন বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা এবং রেনেসাঁ আহমেদ সায়মা।

বিভাগসূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে ইংরেজি ১২তম ব্যাচের একটি কোর্সের পরীক্ষা করোনার কারণে আটকে ছিল। পরে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিভাগটি।

ইংরেজি ২২৫ নং কোর্সের শিক্ষক ড. হাবিবুর রহমান বলেন, পরীক্ষাটি অনেক দিন ধরেই ঝুলে ছিল। ২০২০ সালের মার্চে এই সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনার কারণে একটি কোর্সের পরীক্ষা বাকি থেকে যায়। তাই আমরা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেই।

বিভাগের প্রধান ড. বনানী বিশ্বাস বলেন, আমাদের জন্য সম্পূর্ণ চ্যালেঞ্জিং ছিল বিষয়টা। আমরা গতকালও ট্রেনিং দিয়েছি শিক্ষার্থীদের। তবে এখন মোটেও কঠিন মনে হচ্ছে না। আমরা সফলভাবেই সম্পন্ন করেছি পরীক্ষা। খুশির কথা হলো, ব্যাচটির শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

শরীফ/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়