ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪ অক্টোবর থেকে খুলছে ববির আবাসিক হল

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২১  
৪ অক্টোবর থেকে খুলছে ববির আবাসিক হল

করোনার সংক্রমণ রোধে দীর্ঘ বন্ধের পর আগামী ৪ অক্টোবর খুলতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সব আবাসিক হল।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৩৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম।

আরো পড়ুন:

তিনি বলেন, টিকা সনদ কার্ড (কমপক্ষে ১ ডোজ) ও আইডি কার্ড দেখিয়ে ছাত্রদের হলে প্রবেশ করতে হবে। কোনো অছাত্র, বহিরাগত হলে অবস্থান করতে পারবে না। নিজ নিজ হলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে।  

যারা এখনো টিকা দেননি, তাদের দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ থাকবে। ক্যাম্পাসে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানান তিনি।

মাসুম/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়